সরকার ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করছে না: অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
সরকার ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করছে না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অতীতে ব্যাংক ও আর্থিক খাতে তথ্য গোপনের প্রবণতা ছিল, কিন্তু বর্তমানে সরকার এ প্রবণতা থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে মূল্যস্ফীতির হার ১১ থেকে ১২ শতাংশ হলেও, অন্য সময়ে এ হার ৯ শতাংশ দেখানো হতো। শনিবার (২১ ডিসেম্বর) ব্যাংক অ্যালমানাক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজারে অনেক সমস্যা রয়েছে এবং বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের অনেকেই দায়ী। আগের নিয়ন্ত্রক সংস্থারও এ ক্ষেত্রে দায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অর্থনীতির বেশ কিছু খাত নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্য তুলে ধরার প্রয়োজন। এ সময় তিনি আর্থিক খাতগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ বাড়াতে হবে এবং মূল্যস্ফীতির হার কমিয়ে আনতে হবে। তিনি আরও মন্তব্য করেন, এই মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা গতিশীল করতে বিনিয়োগ বেগবান করা জরুরি।
অর্থ মন্ত্রলায়ের সিনিয়র সচিব খায়রুজ্জামান মজুমদার বলেন, ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর সুফল আর্থিক খাতে পাওয়া যাবে।