Logo
Logo
×

অর্থনীতি

দাম সহনীয় রাখতে ভোজ্যতেলে ভ্যাট কমালো সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

দাম সহনীয় রাখতে ভোজ্যতেলে ভ্যাট কমালো সরকার

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে ক্রেতাদের জন্য দাম সহনীয় রাখতে সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে পাম, সানফ্লাওয়ার, ক্যানোলা তেলে ভ্যাট ও অগ্রিম কর কমানো হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, এ সিদ্ধান্তটি এদিন থেকে কার্যকর হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত তা বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

সেই সঙ্গে পরিশোধিত সয়াবিন ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। এছাড়া অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানি পর্যায়ে অগ্রিম কর অব্যাহতি–সুবিধা পাবেন আমদানিকারকেরা। 

গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়। তাতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দর দাঁড়িয়েছে ১৭৫ টাকা। খোলা সয়াবিন তেলের মূল্য ১৪৯ থেকে বেড়ে হয়েছে ১৫৭ টাকা। লিটারে খোলা পাম তেল ১৪৯ থেকে বেড়ে ১৫৭ টাকা হয়েছে। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ৮৬০ টাকা। আগে যা ছিল ৮১৮ টাকা।

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির পর বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে রাইস ব্র্যান অয়েল (ধানের কুঁড়ার তেল) রপ্তানি নিয়ন্ত্রণে শুল্ক আরোপের প্রস্তাব করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। এজন্য অপরিশোধিত ও পরিশোধিত কুঁড়ার তেল রপ্তানির ওপর ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপের সুপারিশ করে।

মূলত, আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের সরবরাহ ও দাম সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সেটারই অংশ হিসেবে ভ্যাট ও অগ্রিম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন