২ হাজার কোটি টাকা খেলাপি ঋণ
এস আলম গ্রপের চেয়ারম্যান সাইফুলসহ ১০ জনের বিরুদ্ধে ব্যাংকের মামলা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পিএম
ছবি : সংগৃহীত
দুই হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার স্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে জনতা ব্যাংক চট্টগ্রামের চৌমুহনী করপোরেট শাখা।
রবিবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচার মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এক হাজার ৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা ঋণ খেলাপের দায়ে সাইফুল আলম মাসুদ এবং তার স্ত্রী ফারজানা পারভিনসহ ১০ জনের বিরুদ্ধে জনতা ব্যাংক মামলাটি দায়ের করেছে।’
মামলায় আসামি করা হয় এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুছ ছবুর, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল আলম, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. আবদুল্লাহ হাছান, এস আলম কোল্ড রোল্ড স্টিলস্ লিমিটেডের পরিচালক আবদুস সামাদ (লাবু), এস আলম কোল্ড রোল্ড স্টিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের পরিচালক শাহানা ফেরদাউস, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের পরিচালক মিশকাত আহমদ, এস আলম ভেজিটেবল অয়েল অয়েল লিমিটেডের পরিচালক ফারজানা পারভিন এবং এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল আলম।
আদালতে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, মামলার বিবাদী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের অনৈতিক চাপে বাধ্য হয়ে তৎকালীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পর্যদ বড় অংকের ঋণ সুবিধা প্রদানে বাধ্য হয়। বাংলাদেশ ব্যাংকও অনুরূপ অনৈতিক চাপে বাধ্য হয়ে ওই বড় অংকের ঋণ মঞ্জুরিতে অনুমোদন প্রদানে বাধ্য হয়।
এজাহারে বলা হয়, ২০০৯ সালে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে সাধারণ বীমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনও ঋণ পরিশোধ না করায় তা সুদসহ বেড়ে এক হাজার ৯৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
জনতা ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার শফিকুল ইসলাম চৌধুরী জানান, ‘এক হাজার ৯৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন।’