Logo
Logo
×

অর্থনীতি

ভরিতে প্রায় ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১১:২৭ এএম

ভরিতে প্রায় ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে দরপতন হওয়ায় দেশের বাজারেও দুই দিনে দুই দফায় সোনার দাম ভরিতে কমছে ৪ হাজার ৭১২ টাকা। এরমধ্যে শুধু মঙ্গলবার কমানো হয়েছে ২ হাজার ৮২২ টাকা। এতে ভালো মানের এক ভরি অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৭ হাজার টাকা। 

সোনার দাম কমানোর সিদ্ধান্তটি মঙ্গলবারে রাতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের নতুন সিদ্ধান্ত হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে অনেক দিন ধরেই সোনার দাম বেশি। সে কারণে দেশের বাজারেও দাম চড়া। গত ৩১ অক্টোবর সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। তারপর কয়েক দফা দাম কমে।

গত রবিবার আবার সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা হয়। এরপর সোমবার ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। আগামীকাল থেকে তা আরও কমবে।

নতুন দর অনুযায়ী বুধবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩১ হাজার ৩০২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১২ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯২ হাজার ৩৫৬ টাকা।

মঙ্গলবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৪ হাজার ৩২৭ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮২২ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৬৯৪ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৯৭১ টাকা দাম কমবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন