Logo
Logo
×

অর্থনীতি

অস্থির সোনার বাজারে আবারও দাম বাড়াল বাজুস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

অস্থির সোনার বাজারে আবারও দাম বাড়াল বাজুস

ছবি : সংগৃহীত

দেশে সোনার বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। দিনে কমছে আবার রাতে বাড়ছে— এমন ওঠানামার মধ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকায়।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। এর আগে একই দিনে সকালে সোনার দাম কমানো হয়েছিল।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দরপতন হয়েছে। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯৩ ডলারে, যা আগের দিন ছিল ৫ হাজার ২০০ ডলার এবং তারও আগে ৫ হাজার ৫৫০ ডলার।

দেশীয় বাজারে সর্বশেষ নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৪ হাজার ৪৩২ টাকা।

গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। বৃহস্পতিবার সকালে বাজুস একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায়, ফলে ভালো মানের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে আবার দাম কমিয়ে ভরিপ্রতি ১৪ হাজার ৬০০ টাকা হ্রাস করা হয়, এতে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন