৪ বছরের মাঝে সর্বনিম্নে ডলার, স্বর্ণের দামেও রেকর্ড
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ভূরাজনৈতিক অস্থিরতার মাঝেই আবারও বেড়েছে বিশ্ব বাজারের স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সিদ্ধান্তের আগে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৫,২০০ ডলারের সীমা ছাড়িয়েছে। যা মূল্যবান ধাতুটির দামের রেকর্ড। খবর টিআরটি ওয়ার্ল্ডের
রয়টার্স জানিয়েছে, বিশ্বজুড়ে চলমান উদ্বেগের কারণে মার্কিন ডলার প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আর ডলার দুর্বল হওয়ার পরই শক্তিশালী হচ্ছে স্বর্ণের অবস্থান।
বুধবার (২৮ জানুয়ারি) স্বর্ণের দাম প্রথমবার রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি আউন্স ছাড়ায় ৫ হাজার ২শ। বছরের শুরু থেকে ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স স্বর্ণ দাঁড়ায় ৫ হাজার ২শ ২৪ দশমিক নয় পাঁচে। গত এক সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্বব্যাপী রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের জেরে মানুষ এখন ধীরে ধীরে এই মূল্যবান ধাতুটির দিকে এগুচ্ছে। বিনিয়োগ করছে স্বর্ণে। বাড়ছে স্বর্ণের দাম। অন্যদিকে কমছে বিশ্বব্যাপী রাজত্ব করা ডলারের মূল্য।
ডলারের মূল্য যথেষ্ট কমেছে কিনা এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ডলারের অবস্থান এখনো চমৎকার পর্যায়ে আছে। ব্যবসায়ীরা তার এই মন্তব্যে ধরে নেন ডলারের বিক্রি বৃদ্ধি পাবে। তবে হয় উল্টো। চার বছরের ইতিহাসে এখন সর্বনিম্নের কাছাকাছি নেমেছে ডলারের দাম।
ডলার সূচক বলছে, এর আগে বিশ্বের সমজাতীয় ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য ছিলো শূন্য দশমিক দুই দুই শতাংশ বেশি, ৯৬ দশমিক এক এক চার। যা এক শতাংশেরও বেশি কমে গেল চার বছরে এখন সর্বনিম্নে। বুধবার এটি দাঁড়ায় ৯৫ দশমিক পাঁচ ছয় ছয়ে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বনিম্নে নামে।
সেই ধাক্কা লাগে স্বর্ণের দামেও। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত স্পট স্বর্ণের দাম প্রায় ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,২৬৪.২০ ডলারে দাঁড়ায়। এর আগে লেনদেনের এক পর্যায়ে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৫,২৭১.৪৫ ডলার ছুঁয়েছিল।



