Logo
Logo
×

অর্থনীতি

বিশেষ আইনের ছত্রছায়ায় পিডিবি দেউলিয়া

জাতীয় কমিটি চিহ্নিত করলো ৫০ হাজার কোটি টাকার দুর্নীতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম

জাতীয় কমিটি চিহ্নিত করলো ৫০ হাজার কোটি টাকার দুর্নীতি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রণীত ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ পিডিবিকে দেউলিয়ার দোরগোড়ায় নিয়ে গেছে। জাতীয় পর্যালোচনা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আইনের আড়ালে করা চুক্তিতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে ২০২৫ সালে পিডিবির লোকসান ৫০ হাজার কোটি টাকার বেশি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের পর বিদ্যুতের দাম তিন গুণ বাড়লেও বেসরকারি কেন্দ্র থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনা ও ক্যাপাসিটি চার্জ প্রদানের কারণে পিডিবি লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি। ১৩৫টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬৮টি বেসরকারি, যেখানে ক্যাপাসিটি চার্জ মাত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নয়।

কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, চুক্তিগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী এবং পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের বিরুদ্ধ। সরকার দ্রুত এসব দুর্নীতির সুরাহা করবে না হলে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে।

প্রতিবেদন অনুযায়ী, পিডিবি বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে ১২.৩৫ টাকায় কিনে ৬.৬৩ টাকায় বিক্রি করছে। টিকে থাকার জন্য বিদ্যুতের দাম আরও ৮৬ শতাংশ বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। কমিটি আরও জানিয়েছে, তেলভিত্তিক কেন্দ্র থেকে ৪০-৫০%, গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৪৫% এবং সৌরভিত্তিক কেন্দ্র থেকে ৭০-৮০% বেশি দরে বিদ্যুৎ কেনা হচ্ছে।

বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন মন্তব্য করেন, আইনের কারণে প্রতিযোগিতামূলক দরপত্র বারবার উপেক্ষিত হয়েছে, যা সরাসরি পিডিবির ক্ষতির কারণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন