Logo
Logo
×

অর্থনীতি

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

ছবি : সংগৃহীত

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগাম সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সংসদের নিম্নকক্ষের স্পিকার আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়ার ঘোষণা দেন। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত সোমবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী তাকাইচি আগাম নির্বাচনের সিদ্ধান্তের কথা প্রকাশ করেছিলেন। তার মূল লক্ষ্য হলো ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের সরাসরি সমর্থন অর্জন।

বর্তমানে ক্ষমতায় রয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) জোট সরকার। তবে নিম্নকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা এখন নড়বড়ে অবস্থায় রয়েছে। এলডিপি অভ্যন্তরীণ কেলেঙ্কারি ও জনসমর্থন হ্রাসের সংকটে থাকলেও তাকাইচি ব্যক্তিগতভাবে তার মন্ত্রিসভার প্রতি থাকা ইতিবাচক জনমতকে কাজে লাগাতে চাইছেন। বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের প্রধান উদ্বেগ আকাশচুম্বী মূল্যস্ফীতি মোকাবিলা হওয়ায় নির্বাচনে জয়-পরাজয় নির্ভর করবে অর্থনৈতিক সংস্কারের ওপর।

জাপানে দুর্বল ইয়েনের কারণে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে চালের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে সংকটের প্রতীকে পরিণত হয়েছে। ডিসেম্বরের তথ্য অনুযায়ী চালের দাম আগের বছরের তুলনায় এখনো ৩৪ শতাংশ বেশি।

উল্লেখ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে গত অক্টোবর মাসে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের পর তাকাইচি ক্ষমতায় আসেন। এবারের নির্বাচনে তাই অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে প্রধান ইস্যু।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন