রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন রমজান মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশে চলমান এলপিজি সংকট কেটে যাবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এলপিজি সংকট নিরসনে কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান। ওই বৈঠকে লক্ষ্যমাত্রা ও সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা বলা হয়। কোম্পানিগুলোর এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের তরফ থেকে কোম্পানিগুলোকে সহযোগিতা করবে।
উপদেষ্টা ফওজুল কবির বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা যে এলপিজি আমদানির কথা দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। এই লক্ষ্যে সরকারও সব ধরণের সহযোগিতা করবে।
সভায় অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে, অতিরিক্ত মূল্য বৃদ্ধি করা হচ্ছে, এমন অভিযোগ তারা নাকচ করেন।
চলতি বছরের প্রথম দুই মাসে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে দেশের এলপিজি অপারেটররা আমদানিতে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান। জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে মোট সম্ভাব্য আমদানির লক্ষ্য ধরা হয়েছে তিন লাখ ৫১ হাজার ৭০০ টন।
কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে মোট এলপিজি আমদানির সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৬০০ টন। ফেব্রুয়ারিতে তা এক লাখ ৮৪ হাজার ১০০ টন হতে পারে।



