Logo
Logo
×

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে দাঁড়ায়। লেনদেনের এক পর্যায়ে দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলার স্পর্শ করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৬ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে স্পট সিলভারের দাম দাঁড়িয়েছে ৯৪ দশমিক ২৭ ডলার, যা সেশনের শুরুতে রেকর্ড সর্বোচ্চ ৯৪ দশমিক ৭২ ডলার ছুঁয়েছিল।

বিশেষজ্ঞরা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ায় বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে। এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ট্রাম্পের নীতিগত অবস্থান ও সুদের হার কমানোর আগ্রহ মূল্যবান ধাতুর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। তার দ্বিতীয় মেয়াদে স্বর্ণ ও রুপার দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত এক বছরে স্বর্ণের দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।

এদিকে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট ফেড গভর্নর লিসা কুককে বরখাস্তের প্রচেষ্টার বিরুদ্ধে মামলার শুনানি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অনিশ্চয়তাও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে।

যদিও ট্রাম্প সুদের হার কমানোর আহ্বান জানাচ্ছেন, ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে হার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। তবে শ্রমবাজারের ধীরগতি ও ভোক্তা আস্থার দুর্বলতার কারণে ২০২৬ সাল পর্যন্ত সুদ কমানোর ধারা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন ওয়ান্ডারের জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং।

অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৫৫ দশমিক ৬০ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৮ দশমিক ৫৮ ডলার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন