ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শুরুতে একাধিকবার দাম বাড়ার পর বিনিয়োগকারীদের মন্দাভাবের কারণে স্বর্ণের বাজারে পতন দেখা দিয়েছে।
লেনদেনের মাঝামাঝি সময়ে স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪,৪৫২ দশমিক ৯৭ ডলার। সেশনের শুরুতে এটি এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তর স্পর্শ করেছিল। এর আগে গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, প্রতি আউন্সে ৪,৫৪৯ দশমিক ৭১ ডলার।
ফেব্রুয়ারি সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দামও কমেছে। এটি ০.৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪,৪৬২ দশমিক ৭০ ডলার। দাম কিছুটা কমায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর প্রফিট বুকিংয়ের কারণে এ ধরনের পতন স্বাভাবিক। তবে তারা মনে করছেন, ভূরাজনৈতিক উত্তেজনা, সম্ভাব্য ফেড রেট কাট এবং নিরাপদ বিনিয়োগের চাহিদার কারণে স্বর্ণের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।
বর্তমান পতনকে অনেকেই বাজারে ‘স্বস্তির শ্বাস’ হিসেবে দেখছেন। একই সঙ্গে নতুন করে স্বর্ণ কেনার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।



