Logo
Logo
×

অর্থনীতি

নতুন রেকর্ডের কাছাকাছি স্বর্ণের দাম

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

নতুন রেকর্ডের কাছাকাছি স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার দুর্বল মার্কিন ডলার, ফেডারেল রিজার্ভকে ঘিরে নতুন নীতি প্রত্যাশা এবং চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়িয়েছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৪৮২.৭০ ডলারে দাঁড়ায়। লেনদেনের একপর্যায়ে দাম বেড়ে রেকর্ড ৪,৪৯৭.৫৫ ডলারে পৌঁছায়, যা ৪,৫০০ ডলারের সীমার খুব কাছাকাছি। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচার্সের দামও ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫১৪.৭০ ডলারে উন্নীত হয়।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ফেডের সম্ভাব্য অবস্থান, ডলারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা, এই সবকিছুর সম্মিলিত প্রভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ প্রবল হয়ে উঠেছে।

এদিকে মার্কিন ডলার টানা দ্বিতীয় দিনের মতো দুর্বল হয়েছে এবং ২০১৭ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতনের পথে রয়েছে। দুর্বল ডলার সাধারণত ডলার-মূল্যমান ধাতুর দাম বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

ভূরাজনৈতিক অঙ্গনে উত্তেজনাও বাজারে প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত সব তেলবাহী ট্যাংকারের ওপর ‘অবরোধ’ জারির নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। এসব ঘোষণায় বৈশ্বিক অনিশ্চয়তা আরও বেড়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণরুপার চাহিদা জোরদার করেছে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন