Logo
Logo
×

অর্থনীতি

মোবাইলের দাম কমাতে উৎপাদন ও আমদানিতে কর ছাড়ের ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

মোবাইলের দাম কমাতে উৎপাদন ও আমদানিতে কর ছাড়ের ঘোষণা

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, দেশে মোবাইল ফোনের দাম কমাতে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে প্রস্তুত তারা। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, পৃথিবীর কোনো দেশে ট্রেড থেকে এত বেশি কর নেওয়া হয় না, যতটা বাংলাদেশে আরোপ করা হয়। মূলত স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে অনেক সময় বেশি শুল্ক বসানো হয়। তবে ভোক্তার স্বার্থ রক্ষায় এবং মোবাইল ফোনের দাম কমাতে আমদানি ও উৎপাদন উভয় ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে গ্রে মার্কেটের মাধ্যমে অধিকাংশ হাই-এন্ড ফোন দেশে আসে, ফলে সরকার প্রকৃত রাজস্ব পায় না। এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন) চালুর মাধ্যমে এসব ফোনকে ফরমাল চ্যানেলে আনা গেলে রাজস্ব আয় বাড়বে। এমনকি রাজস্ব ছাড় দিলেও ফরমাল চ্যানেলের কারণে আয় বৃদ্ধি পাবে।

আবদুর রহমান খান জানান, স্থানীয় মোবাইল নির্মাতারা কর ছাড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এনবিআর উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে ভোক্তাদের জন্য দাম কমানোর উদ্যোগ নেবে।

প্রসঙ্গত, আগামীকাল বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে দেশে মোবাইল ফোন হ্যান্ডসেটের নিবন্ধন বা এনইআইআর কার্যকর হচ্ছে। তবে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ফোন ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে। এর পর আর কোনো অবৈধ ফোন নেটওয়ার্কে যুক্ত করা যাবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন