Logo
Logo
×

অর্থনীতি

বাজারে সব পণ্যের দোলাচল, স্থির শুধু মাছের বাড়তি দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

বাজারে সব পণ্যের দোলাচল, স্থির শুধু মাছের বাড়তি দাম

সবজি থেকে শুরু করে নিত্যপণ্যের দাম ওঠানামা করলেও মাছের বাজার যেন একই সুরে বাঁধা। পাইকারিতে সামান্য হেরফের হলেও সেই প্রভাব খুচরা বাজারে পৌঁছায় না। ফলে সব সময়ই বাড়তি দামে মাছ কিনতে বাধ্য হন ক্রেতারা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বাজারে দু’এক ধরনের মাছ ছাড়া অধিকাংশ মাছই বিক্রি হচ্ছে আগের মতোই উঁচু দামে। আজকের বাজারে প্রতি কেজি রুই মাছ (মাঝারি) বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, কই মাছ প্রতি কেজি ২৫০ টাকা, প্রতি কেজি চাষের শিং ৪৫০ টাকা, প্রতি কেজি তেলাপিয়া আকার ভেদে ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, পাঙাস প্রতি কেজি ১৮০ টাকা, শোল প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, মলা প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী মোজাম্মেল হক বলেন, সব পণ্যের দাম কমে–বাড়ে, কিন্তু মাছের দাম কখনোই কমে না। পাঙাস, তেলাপিয়া, চাষের কই ছাড়া অন্য মাছ কিনতে গেলে প্রায় অসম্ভব হয়ে পড়ে। সাধারণ ক্রেতারা এমন দাম বহন করতে পারেন না।

মালিবাগের ক্রেতা শহিদুল ইসলাম বলেন, মাছের বাজারে ঢুকলেই মনে হয় সবগুলো মাছ সোনার তৈরি। বছরের সব সময়েই দাম এত বেশি থাকে যে পাঙাস–তেলাপিয়া ছাড়া অন্য মাছ কেনার সাহসই পাওয়া যায় না।

রামপুরা বাজারের মাছ ব্যবসায়ী নাজমুল হক রানা জানান, মাছের খাবারের দাম বাড়ার পর থেকেই বাজারে মাছের দাম বেড়েছে, আর তা আর কমেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় মাছ আনতে পরিবহন ব্যয়সহ নানান খরচ জুড়তে থাকে। আড়ত থেকে খুচরা পর্যন্ত কয়েক ধাপে হাতবদল হওয়ার পর সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছতে পৌঁছতে দাম আরও বেড়ে যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন