Logo
Logo
×

অর্থনীতি

একনেকে মেট্রোরেল লাইন-৬ সংশোধনীসহ ১৮ প্রকল্প অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

একনেকে মেট্রোরেল লাইন-৬ সংশোধনীসহ ১৮ প্রকল্প অনুমোদন

ছবি : সংগৃহীত

মেট্রোরেল লাইন-৬ প্রকল্পের তৃতীয় সংশোধনীসহ মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন আলু বীজ উৎপাদন ও সংরক্ষণ, গ্যাসের তিনটি অনুসন্ধান কূপ খনন, ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে আবাসিক ফ্ল্যাট তৈরি, সচিবালয় ও মন্ত্রিপরিষদ ভবনের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং সিরাজগঞ্জ-রায়গঞ্জ মহাসড়ক উন্নয়ন।

এছাড়া নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্স আরবান ডেভেলপমেন্ট, অটিজম ও এনডিডি সেবা প্রদান, জাপান হিউম্যান ডেভেলপমেন্ট স্কলারশিপ, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবনী ইকোসিস্টেম উন্নয়ন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার উন্নয়ন, ক্লাইমেট রেসপনসিভ রিপ্রডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস, এসেনসিয়াল অ্যান্ড বায়োটেক রিসার্চ সেন্টার স্থাপন, স্বাস্থ্য অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক উন্নয়ন এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প।

পরিকল্পনা উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরও একনেক ও মন্ত্রিপরিষদ বৈঠক চলবে। তবে সচিবালয়ে নতুন ভবন নির্মাণ এবং স্বাস্থ্য খাতের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি; এগুলো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুর্নীতি পুরোপুরি কমেনি, তবে প্রকল্পে ঠিকাদার সংক্রান্ত দুর্নীতির সুযোগ সীমিত হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন