নতুন ধান ও আমদানি সত্ত্বেও চাল-সবজির দামে নাগাল নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
ভারত থেকে চাল আমদানি ও নতুন আমন ধান ওঠা শুরু হলেও মিনিকেট ও চিকন চালের দাম কমেনি। একইভাবে শীতের সবজি বাজারে আসলেও বেগুন, টমেটো, শিম ও গাজরের দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। ১৫ দিন ধরে পেঁয়াজের দাম স্থির রয়েছে ১২০ টাকা কেজিতে। মাছ-মাংসের দামও আগের মতোই উচ্চমূল্যে রয়ে গেছে।
সবজির বাজার: শিম, বেগুন, টমেটো ও গাজরের দাম কেজিতে ১২০ টাকার ওপরে রয়েছে। বেগুন বিক্রি হচ্ছে ৮০-১৬০ টাকা, টমেটো ১২০-১৬০ টাকা ও গাজর ১৩০ টাকা কেজিতে। শিমের দাম বেড়ে ১২০-১৩০ টাকা হয়েছে। তবে ফুলকপি ও বাঁধাকপি ৪০-৫০ টাকায় নেমে এসেছে। পেঁয়াজ ১২০ টাকা, আদা ১৮০-২০০ টাকা ও আলু ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
চালের বাজার: ভারত থেকে চাল আমদানি করা সত্ত্বেও মিনিকেট চাল ৭০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আটাশ চাল ৫৫-৫৮ টাকা ও মোটা চাল ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
ভোজ্যতেল: সয়াবিন তেলের বাজারে টান দেখা দিয়েছে। অনেক দোকানে সব ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে না। সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সয়াবিন তেল এক লিটার বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়।
মাছ-মাংস-ডিম: মাছের দাম কমেনি। কাচকি মাছ ৫০০-৬০০ টাকা, রুই-কাতলা ৩৫০-৫৫০ টাকা, পাঙাশ ২২০-২৬০ টাকা কেজি। সোনালি মুরগি ২৯০-৩০০, ব্রয়লার ১৭০-১৯০, গরুর মাংস ৭৫০-৭৮০ ও খাসির মাংস ১,১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাদা ডিম ১২৫ ও লাল ডিম ১৩০ টাকা ডজন দরে রয়েছে।
সরকারি বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও নিত্যপণ্যের এই উচ্চমূল্য সাধারণ ভোক্তাদের জন্য চাপ তৈরি করে যাচ্ছে।



