লাইসেন্স পেল পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
ছবি : সংগৃহীত
পাঁচটি আর্থিকভাবে দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক প্রাথমিক লাইসেন্স দিয়েছে। রোববার (৯ নভেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৫ নভেম্বর ব্যাংকটির জন্য প্রাথমিক সম্মতিপত্র (LOI) ও লাইসেন্স চেয়ে আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।
নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন: অর্থ বিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পন্না, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন এবং যুগ্ম সচিব শেখ ফরিদ।
একীভূতকরণে অন্তর্ভুক্ত ব্যাংকগুলো হলো: এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “পুঁজি ঘাটতি ও অনিয়মের কারণে এসব ব্যাংক টেকসইভাবে পরিচালনা সম্ভব নয়। তাই প্রশাসক নিয়োগ দিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালু রাখা হবে। গ্রাহকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে, কর্মীদের ছাঁটাই করা হবে না।”
তিনি আরও জানান, একীভূত ব্যাংকটি হবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে এসব ব্যাংকের আর্থিক স্বচ্ছতা আনতে বিশেষ অডিট শুরু করেছে। ভবিষ্যতে পুনর্গঠন বা বিকল্প ব্যবস্থাও নেওয়া হতে পারে।
তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের সুযোগ আপাতত নেই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার চাইলে ক্ষতিপূরণ বিবেচনা করতে পারে।



