Logo
Logo
×

অর্থনীতি

সবজির বাজারে স্বস্তির আভাস, কমতে শুরু করেছে দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

সবজির বাজারে স্বস্তির আভাস, কমতে শুরু করেছে দাম

বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে থাকা সবজির দাম গত দুই সপ্তাহে কিছুটা কমতে শুরু করেছে। রাজধানীর কাঁচাবাজারে এখন শীতের আগমনী বার্তা স্পষ্ট—নতুন শীতকালীন সবজি উঠতে শুরু করেছে, দামেও দেখা যাচ্ছে স্বস্তির ইঙ্গিত।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বেগুন, বরবটি, ঢেঁড়স ও করলার মতো সবজি এখনো ৮০ টাকার ঘরে।

আজকের বাজারে প্রতি কেজি পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, আলু ৩০ টাকা, চিচিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং নতুন উঠা শালগম ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মগবাজার কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা বলেন, বিগত কয়েক মাস ধরে সবজির দাম আসলেই অনেক বেশি ছিল। সে তুলনায় এখন কিছুটা কমে এসেছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজি ৬০ টাকায় পেয়েছিলাম, আজ কিছুটা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবুও আগের মতো আর ভয়াবহ নয়।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, চার মাস ধরে যে দামটা অস্বাভাবিকভাবে বেড়েছিল, সেটা এখন অনেকটাই নেমে এসেছে। গত সপ্তাহে আরও কম দামে বিক্রি করেছিলাম, কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে কিছু সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দামে সামান্য ওঠানামা হচ্ছে। তবে শীত জমে উঠলে দাম আরও কমে যাবে।

বিক্রেতা ও ক্রেতা—উভয়ের প্রত্যাশা, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে স্বস্তির হাওয়া আরও জোরদার হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন