Logo
Logo
×

অর্থনীতি

সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সালিশি আদালতে এস আলমের ক্ষতিপূরণ মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম

সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সালিশি আদালতে এস আলমের ক্ষতিপূরণ মামলা

বিশিষ্ট শিল্পপতি ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সালিশি আদালতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন। অভিযোগ করা হয়েছে, বিদেশে তার ও পরিবারের সম্পদ বাজেয়াপ্তের প্রচেষ্টায় শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে তাদের।

ব্রিটেনভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস–এর এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৭ অক্টোবর) ওয়াশিংটনে অবস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটসে সালিশি আবেদন দাখিল করেন এস আলম গ্রুপের আইনজীবীরা।

আবেদনে বলা হয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধভাবে এস আলম গ্রুপ ও তার পরিবারের সম্পদ জব্দ, বাজেয়াপ্ত এবং সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এতে পরিবারটির শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটনে দায়ের হওয়া এ মামলা বর্তমান ইউনূস সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের করা অর্থপাচারের অভিযোগের জবাবে এস আলম গ্রুপ জানায়—এ অভিযোগের কোনো প্রমাণ নেই। আমরা বাংলাদেশের শিল্প ও ব্যবসায় বিপুল পরিমাণ বিনিয়োগ করেছি।

এস আলম গ্রুপের আইনজীবীরা জানান, গত ডিসেম্বরেই তারা বাংলাদেশ সরকারকে বিরোধ নিষ্পত্তির জন্য ছয় মাস সময় দিয়েছিলেন। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হন তারা।

এই মামলাটি পরিচালনা করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল আর্কহার্ট অ্যান্ড সুলিভান, যাদের অফিস বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে।

প্রতিষ্ঠানটির আইনজীবীদের দাবি, বাংলাদেশ সরকার এস আলম পরিবারের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করেছে, পাশাপাশি মিথ্যা তদন্ত চালিয়ে গণমাধ্যমে পরিবারটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন