Logo
Logo
×

অর্থনীতি

টানা চার দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম, ভরি প্রতি ২ লাখ ছাড়াল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম

টানা চার দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম, ভরি প্রতি ২ লাখ ছাড়াল

টানা চার দফা কমার পর ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামের ফলে আবারও ভরি প্রতি সোনার দাম ২ লাখ টাকা ছাড়িয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। নতুন এই দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এর আগে চলতি মাসের ২০ অক্টোবর সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। পরবর্তী চার দফায় দাম কমে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নেমে আসে। কিন্তু মাত্র একদিন না যেতেই ফের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেড়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলার ছাড়িয়েছে। এই কারণে দেশের বাজারে সোনার মূল্য নতুন করে সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকায়, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দামের এই পরিবর্তনের মধ্যেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার এক ভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারিত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন