Logo
Logo
×

অর্থনীতি

বড় দরপতনের পর বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম

বড় দরপতনের পর বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

দরপতনের পর ফের চাঙ্গা হলো আন্তর্জাতিক স্বর্ণের বাজার। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে এক শতাংশের বেশি বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। আগের দিন তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নামার পর বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ যেন আবার আকর্ষণীয় হয়ে উঠেছে।

বাংলাদেশ সময় বুধবার দুপুরের আগে স্পট গোল্ডের দাম এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৯১ ডলার ৫৯ সেন্টে পৌঁছায়। মঙ্গলবার এটি ৬ অক্টোবরের পর সর্বনিম্ন দরে নেমেছিল। ডিসেম্বরে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫ ডলার ৬০ সেন্টে লেনদেন হচ্ছিল।

কোয়ানটিটেটিভ কমোডিটি রিসার্চের বিশ্লেষক পিটার ফেরটিগ বলেন, ‘স্বর্ণের দামে প্রায় ১০ শতাংশ পতন ঘটেছে। তাই এটি আবার বিনিয়োগের জন্য আকর্ষণীয় মনে হচ্ছে, কারণ স্বর্ণের মৌলিক গল্প এখনও অটুট।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রা রিজার্ভ ব্যবস্থাপকরা হয়তো এই সুযোগে কিছুটা বেশি স্বর্ণ কিনতে শুরু করেছেন।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার এশিয়া সফরের শেষ ধাপ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। তিনি কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে অমীমাংসিত শুল্ক চুক্তি নিয়ে আশাবাদী আলোচনায় বসছেন। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্যযুদ্ধবিরতি চুক্তিরও সম্ভাবনা রয়েছে। ট্রাম্প ও শির বৈঠক হবে বৃহস্পতিবার।

অ্যানজেড ব্যাংকের এক বিশ্লেষণ নোটে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতি নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা কিছুটা কমিয়ে দিয়েছে। তবে সাম্প্রতিক দরপতন কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য ক্রয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।’

একইসঙ্গে, মার্কিন ফেডারেল রিজার্ভ বুধবার নীতি সভায় ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের দিকে।

অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিম্নসুদের পরিবেশে সাধারণত স্বর্ণের দাম বাড়ে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫২ শতাংশ, যা ২০ অক্টোবর সর্বকালের সর্বোচ্চহাজার ৩৮১ ডলার ২১ সেন্টে পৌঁছেছিল।

এদিকে, আজ স্পট সিলভার বেড়েছে ২ শতাংশ, প্রতি আউন্স ৪৭ ডলার ৯৮ সেন্টে। প্লাটিনাম বেড়েছে ০.৬ শতাংশ, প্রতি আউন্স ১ হাজার ৫৯৫ ডলার ৪৬ সেন্টে এবং প্যালাডিয়াম ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ ডলার ২৫ সেন্টে।

সূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন