জরিপে দেখা গেছে আর্থিক দুশ্চিন্তা কর্মীদের উৎপাদনশীলতা কমায়
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
ছবি-সংগৃহীত
দেশে বিভিন্ন খাতের প্রাতিষ্ঠানিক কর্মীদের আর্থিক দুশ্চিন্তা তাদের কাজের প্রতি মনোযোগ ও উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে—সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি’ (ইবিটিএস) শীর্ষক এ জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশের বেশি কর্মী মনে করেন, আর্থিক চাপ সরাসরি তাদের কর্মদক্ষতা হ্রাস করে। ৪১ শতাংশ জানিয়েছেন, আর্থিক দুশ্চিন্তা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করে মেটলাইফ বাংলাদেশ। এতে বিভিন্ন খাতের ৫৭১ জন কর্মী ও ১৪২টি প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ বলেন, “আর্থিক চাপ ও সীমিত সুবিধা কর্মীদের মনোবল দুর্বল করে। প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের সার্বিক কল্যাণ ও যোগাযোগ সংস্কৃতি উন্নত করার দিকে জোর দিতে হবে।”
গবেষণায় দেখা যায়, ৫৩ শতাংশের বেশি কর্মীর অবসর-পরবর্তী জীবনের কোনও আর্থিক পরিকল্পনা নেই। প্রায় অর্ধেক কর্মী চান, তাদের নিয়োগদাতারা অবসরকালীন সঞ্চয় ব্যবস্থায় সহায়তা করুন।
গবেষণায় ৭২ শতাংশ কর্মী জানান, প্রতিষ্ঠান তাদের প্রতি যত্নবান হলেও সার্বিক কল্যাণে ঘাটতি রয়েছে। ৭৮ শতাংশ বলেছেন, স্বাস্থ্যবিমা ও মানসিক স্বাস্থ্যসেবার মতো সুবিধা আনুগত্য বাড়ায়, কিন্তু এসব সুবিধা অনেক প্রতিষ্ঠানে সীমিত।
গবেষণা প্রতিবেদন প্রকাশের পর আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন— সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ।



