রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫০ এএম
বিগত কয়েক মাসের টানা ঊর্ধ্বগতির পর রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে থাকলেও বর্তমানে তা কমে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে। বিক্রেতাদের মতে, নতুন মৌসুমি সবজি বাজারে উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে, ফলে দামে এই শিথিলতা দেখা যাচ্ছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বর্তমানে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ ও ফুলকপি ছোট পিস ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং মূলা প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মিষ্টি কুমড়া, কচু ও গাজর ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচামরিচের দাম এখনও উচ্চ—প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা এবং আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম বলেন, গত চার মাস ধরে সবজির দাম আকাশচুম্বী ছিল। এখন তুলনামূলকভাবে কিছুটা স্বস্তি মিলছে, বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক জানান, নতুন সবজি উঠছে এবং সরবরাহ বেড়েছে, তাই বাজারে দাম কমেছে। সামনে শীত এলে দাম আরও কমে যাবে। এখন ৫০ থেকে ৬০ টাকার সবজিই বেশি।



