ইউএস-বাংলার বহরে যুক্ত তৃতীয় এয়ারবাস ৩৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। মঙ্গলবার (২১ অক্টোবর) বেসরকারি এই বিমান সংস্থাটির বহরে ২৫তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয় এয়ারবাসটি। তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়ালো ২৫টিতে।
বিমানবন্দরে অবতরণ করে এয়ারবাসটি। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা রুটে পরিচালিত হবে।
এবং ১০টি এটিআর ৭২-৬০০সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স এখন দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স।
কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।



