পেনশন স্কিমের পুরো অর্থ আয়করমুক্ত: এমডি মুহিবুজ্জামান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম
ছবি-সংগৃহীত
জীবন বীমা করপোরেশন (জেবিসি) দেশের মানুষের জীবনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলের প্রধান কার্যালয়ে ‘গ্রাহক সেবাপক্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জীবন বীমা করপোরেশনের নতুন পেনশন স্কিম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান।
অনুষ্ঠানে তিনি বলেন, “জীবন বীমা করপোরেশন স্বাধীনতার পর থেকে দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে আন্তরিক সেবা দিয়ে যাচ্ছে। গ্রাহকবান্ধব স্কিম চালু করে আমরা মানুষের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে চাই। নতুন পেনশন স্কিমের মাধ্যমে গ্রাহক পুরো অর্থ আয়করমুক্তভাবে ভোগ করতে পারবেন। এটি বিশেষ করে প্রান্তিক ও সাধারণ শ্রেণির মানুষের জন্য স্বস্তির সুযোগ সৃষ্টি করবে।”
নতুন পেনশন স্কীমের আওতায় গ্রাহক আজীবন পেনশন সুবিধা পাবেন। নমিনিকেও পেনশন সুবিধার আওতায় রাখার সুযোগ রয়েছে। মেয়াদপূর্তিতে পেনশন এককালীন বা মাসিক ভিত্তিতে গ্রহণ করা যাবে। এছাড়া, ২০ থেকে ৬০ বছর বয়সী মানুষ এই বীমার সুবিধা নিতে পারবেন। পলিসির প্রিমিয়ামের অর্থ আয়কর রেয়াত থাকবে।
অনুষ্ঠানে গ্রাহক এস কে মো. হাসান ও শায়লা শারমিনের প্রিমিয়ামের মেয়াদপূর্তির চেক হস্তান্তর করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অ্যাফেয়ার্স ডিভিশন) আবু মোহাম্মদ মাঈনুদ্দিন এবং গোষ্ঠীবীমা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ খায়েরুজজামান প্রমুখ।



