Logo
Logo
×

অর্থনীতি

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে সূচকের পতন, লেনদেনে মিশ্র প্রবণতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে সূচকের পতন, লেনদেনে মিশ্র প্রবণতা

ছবি : সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। দুপুর ১২টা পর্যন্ত যেসব শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার চেয়ে প্রায় সাড়ে তিন গুণ বেশি সংখ্যকের দর কমেছে। এ সময় পর্যন্ত মোট ২৩৮ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,২৩৭ পয়েন্টে। শরীয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে হয়েছে ১,১২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২,০১৩ পয়েন্টে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারে, যার পরিমাণ ১৪ কোটি ৮২ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন লক্ষ্য করা গেছে। সিএএসপিআই সূচক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,৮৫৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে হয়েছে ৯,১৩৪ পয়েন্ট।

সিএসইতে প্রথম দুই ঘণ্টায় ৯০টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যার মধ্যে ১৮টির দর বেড়েছে, ৬১টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন