ছবি-সংগৃহীত
ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৪ কার্যদিবস পুঁজিবাজারে পতন ঘটেছে।
এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একই সঙ্গে,উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৪.৯১ পয়েন্ট কমে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.৪৯ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
এদিন ডিএসইতে মোট ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রামে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৮৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৮.৬৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৪১ পয়েন্ট কমে ৯৪৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬০.১৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
সিএসইতে ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।



