Logo
Logo
×

অর্থনীতি

মার্কিন অচলাবস্থা ও সুদের হার কমার আশঙ্কায় রেকর্ড উচ্চতায় সোনার দাম, ছুঁয়েছে ৪ হাজার ডলার

Icon

অসলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম

মার্কিন অচলাবস্থা ও সুদের হার কমার আশঙ্কায় রেকর্ড উচ্চতায় সোনার দাম, ছুঁয়েছে ৪ হাজার ডলার

মার্কিন সুদের হার কমার সম্ভাবনা এবং সরকারি অচলাবস্থার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর ফলে বুধবার প্রথমবারের মতো সোনার দাম ৪ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে।

ঐতিহ্যগতভাবে সোনা ‘সেফ হেভেন’ বা নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি বা বাজারে অস্থিরতা দেখা দিলে মানুষ সোনার প্রতি আস্থা রাখে। এই প্রেক্ষাপটে, মার্কিন সুদের হার হ্রাসের প্রত্যাশা ও সরকারি কার্যক্রমে অচলাবস্থার আশঙ্কা সোনার দাম বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রেখেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের কিছু খাতের মূল্য অতিরিক্ত বেড়ে যাওয়ায় এবং তা যেকোনো সময় ধসের মুখে পড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা শেয়ার থেকে সরে গিয়ে তুলনামূলকভাবে নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং নানা ভূ-রাজনৈতিক সংকটের কারণে বছরজুড়ে সোনায় বিনিয়োগ বেড়েই চলেছে। এর ফলে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাও সোনার বাজারকে আরও চাঙা করেছে। দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাবেক প্রধানমন্ত্রী তাকে দ্রুত নির্বাচনের আহ্বান জানানোর অনুরোধ করেছেন। এ ধরনের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি বিনিয়োগকারীদের আরও বেশি করে সোনা বা ‘নিরাপদ আশ্রয়’ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে।

বুধবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে—প্রতি আউন্স ৪,০০৬.৬৮ মার্কিন ডলারে পৌঁছেছে। একইসঙ্গে আরেক মূল্যবান ধাতু রূপাও রেকর্ড দামের কাছাকাছি অবস্থান করছে। এই প্রবণতা বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং নিরাপদ বিনিয়োগের প্রতি বাড়তি আগ্রহের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কিছু সরকারি সংস্থা বন্ধ থাকায় বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য—বিশেষ করে চাকরির বাজার সংক্রান্ত পরিসংখ্যান—প্রকাশ স্থগিত হওয়ায় ফেডারেল রিজার্ভের জন্য সুদের হার সম্পর্কিত পরিকল্পনা নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। এই তথ্য-অনুপস্থিতি কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলেছে, ফলে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও আরও ঘোলাটে হয়ে উঠছে।

সূত্র : এএফপি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন