Logo
Logo
×

অর্থনীতি

মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার অন্য স্থানে স্থানান্তরের আহবান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম

মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার অন্য স্থানে স্থানান্তরের আহবান

মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের তাদের বিও অ্যাকাউন্টে রক্ষিত শেয়ার অন্য কোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে স্থানান্তরের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।

আজ রোববার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ট্রেকহোল্ডার কোম্পানির লেনদেন ও ডিপি কার্যক্রম আগেই স্থগিত করা হয়েছে। ফলে গ্রাহকগণ নির্ধারিত সিডিবিএল ফরম-১৬ পূরণ সাপেক্ষে তাদের বিও অ্যাকাউন্টে থাকা শেয়ার অন্য ট্রেকহোল্ডার কোম্পানিতে লিংক বিও হিসেবে স্থানান্তরের আবেদন করতে পারবেন।

এছাড়া সিকিউরিটিজ লেনদেন থেকে সৃষ্ট অর্থ বা শেয়ার পাওনা থাকলে তা আগামী ৩০ অক্টোবরের মধ্যে তা দাবি আকারে জানাতে হবে। এজন্য ডিএসইর ওয়েবসাইটের লিংক www.dse.com.bd/complaintCell_TREC_d.php’ ’ থেকে প্রযোজ্য অভিযোগ ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে স্বাক্ষরসহ প্রয়োজনীয় পোর্টফোলিও ও অন্যান্য কাগজপত্র সংযুক্ত করে চিফ রেগুলেটরি অফিসার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, রোড নং ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯ ঠিকানায় জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো সহায়তার প্রয়োজন হলে বিনিয়োগকারীরা ডিএসইর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে যোগাযোগ করতে পারবেন। ফোন নম্বর: ০২৪১০৪০১৮৯ (এক্সটেনশন ১৬৪১, ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ১৬৪৫), মোবাইল: ০১৭১৩-২৭৬৪১৫,অথবা ই-মেইল: 

Ô[email protected]’ mailto:[email protected]  ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন