Logo
Logo
×

অর্থনীতি

হুমায়ুন বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি,সম্পাদক আকিক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম

হুমায়ুন বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি,সম্পাদক আকিক

সভাপতি হুমায়ুন-সা.সম্পাদক আকিক

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষিবিদ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে কৃষিবিদ মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩০টি পদে দুটি প্যানেলে মোট ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হুমায়ুন-আতিকুল প্যানেল ৩০টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়লাভ করেছে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর গাবতলী বিএডিসি কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার অডিটোরিয়ামসহ পাঁচটি বিভাগে পৃথক কেন্দ্রে একযোগে এই নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত হুমায়ুন-আতিকুল প্যানেলটি ও জামায়াতে ইসলামী সমর্থিত মাহমুদুল আলম-শফিকুল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। তিন শ জন ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী ফলাফলে বলা হয়, নির্বাচনে হুমায়ুন-আতিকুল প্যানেলে সভাপতি পদে কৃষিবিদ মো. হুমায়ুন কবির ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল আলম পয়েছেন ৮৯ ভোটসাধারণ সম্পাদক পদে কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা কৃষিবিদ ড. মো. শফিকুল ইসলাম পয়েছেন ১০৩ ভোট

হুমায়ুন-আতিকুল প্যানেলে নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সম্পাদক কৃষিবিদ মীর এনামুল হক (মুন্না) ও কৃষিবিদ মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক কৃষিবিদ মো. নেয়ামুল নাসির, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ কে এম আবুল কালাম (আজাদ), কোষাধ্যক্ষ কৃষিবিদ মো. আব্দুর রহমান চৌধুরী (দুলাল), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কৃষিবিদ লায়লা আক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শাহীনুর ইসলাম (সুমন) এবং সদস্য পদে কৃষিবিদ ড. মো. নাজমুল ইসলাম মানিক, কৃষিবিদ মেজবাহ উদ্দিন আহমেদ, কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান (শাহীন), কৃষিবিদ মো. শহীদুল ইসলাম (শিপন), কৃষিবিদ মো. এনামুল হক, কৃষিবিদ মো. হারুন অর রশীদ, কৃষিবিদ মো. আশরাফুল আলম ও কৃষিবিদ মো. আওলাদ হাসান সিদ্দিকী।

নির্বাচনে মাহমুদুল আলম-শফিকুল প্যানেলের নির্বাচিতরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি কৃষিবিদ ড. মো. মাহাবুবুর রহমান, সহসভাপতি কৃষিবিদ খালেদুম মনিরা, প্রচার সম্পাদক কৃষিবিদ মো. নাসির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক কৃষিবিদ মো. হাফিজুর রহমান, কৃষি, পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সদস্য পদে কৃষিবিদ ড. মো. ইসবাত, কৃষিবিদ মো. আল মামুন মেহেদী হাসান, কৃষিবিদ ড. মো. ইব্রাহিম খলিল এবং কৃষিবিদ ড. বশির আহম্মেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন