Logo
Logo
×

অর্থনীতি

৯০ দিনের বিশেষ কর্মসূচি সোনালী ব্যাংকের

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম

৯০ দিনের বিশেষ কর্মসূচি সোনালী ব্যাংকের

ছবি-সংগৃহীত

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক ২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্য নিয়ে ৯০ দিনের বিশেষ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচি মূলত সব সূচকে অগ্রগতি নিশ্চিত করা ও লক্ষ্য অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান। তিনি জানান, ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। তার নির্দেশনা অনুযায়ী, সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের এই সময়ে কার্যক্রমে তৎপর হতে হবে।

মো. শওকত আলী খান কর্মসূচিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় সংগ্রহ, আমানত বৃদ্ধি, রপ্তানি বাণিজ্য, পরিবেশবান্ধব ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের মতো সব সূচকে অগ্রগতি নিশ্চিত করার নির্দেশনা দেন। এছাড়া, লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কর্মীদের প্রণোদনার ব্যবস্থাও ঘোষণা করা হয়েছে।

উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব ডিএমডি, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক, জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধানরা এবং শাখা ব্যবস্থাপকরা।

এর আগে, ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ব্যাংক ১০০ দিনের বিশেষ কর্মসূচি পালন করেছিল, যা সফলভাবে সম্পন্ন হয়েছিল। এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সোনালী ব্যাংক তার বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের দিকে আরও শক্তভাবে এগোচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন