Logo
Logo
×

অর্থনীতি

বৃষ্টিতে সবজি বাজার অস্থির, কাঁচা মরিচ কেজিতে ৪৫০ টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম

বৃষ্টিতে সবজি বাজার অস্থির, কাঁচা মরিচ কেজিতে ৪৫০ টাকা

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর সবজি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজিতে ৪৫০ টাকায় পৌঁছেছে—যা এক সপ্তাহ আগেও ছিল ২০০–২২০ টাকা। বিপরীতে শীতকালীন আগাম সবজি শিমের দাম কমেছে কেজিতে ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম শুক্রবারের তুলনায় অপরিবর্তিত থাকলেও মরিচের দাম হু হু করে বেড়েছে।

সবজির মধ্যে সবচেয়ে সস্তা কাঁচা পেঁপে—প্রতি কেজি ২৫–৩০ টাকা। কচুরমুখি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দল মিলছে ৬০–৭০ টাকায়।

অন্যান্য সবজির দাম ৮০ টাকার ওপরে— ঢেঁড়স ৮০ টাকা, কচুরলতি ৯০ টাকা, বেগুন (লম্বা) ১০০ টাকা, বেগুন (গোল) ১৪০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা,উস্তা ১২০ টাকা, কাকরোল ৮০ টাকা, লাউ: প্রতিটি ৭০ টাকা, জালি প্রতি পিস ৬০–৭০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা।

শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ও পাতাকপি প্রতিটি ৮০–১০০ টাকা, মুলা কেজিপ্রতি ৮০ টাকা এবং টমেটো ১২০–১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গোপীবাগের এক সবজি বিক্রেতা বলেন,পাইকারি বাজারে চাহিদামতো সবজি পাওয়া যাচ্ছে না। মৌসুম শেষের দিকে, আবার বৃষ্টিতে অনেক সবজি নষ্ট হয়েছে। সরবরাহ অর্ধেকে নেমে এসেছে, তাই আমরাও বেশি দামে কিনে এনে বেশি দামে বিক্রি করছি।

বৃষ্টির কারণে শাকের দামও চড়েছে। পুঁইশাক ৪০–৫০ টাকা আঁটি, কুমারশাক ৫০–৬০ টাকা আঁটি, লালশাক ২৫–৩০ টাকা আঁটি, কলমিশাক ২০ টাকা আঁটি, পালংশাক ৪০ টাকা আঁটি, পাটশাক ৩০ টাকা আঁটি, কচুশাক ৩০ টাকা আঁটি, মুলাশাক ২৫ টাকা আঁটি, ডাঁটাশাক ৩০ টাকা আঁটি।

একদিকে সরবরাহ কমে যাওয়া, অন্যদিকে টানা বৃষ্টির কারণে সবজি ও শাক—উভয় বাজারেই চাপ বেড়েছে। বিশেষত মরিচের হঠাৎ দামবৃদ্ধি ক্রেতাদের চরম ভোগান্তিতে ফেলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন