Logo
Logo
×

অর্থনীতি

টানা বৃষ্টিতে বাড়তি সবজির দাম, ভোগান্তিতে ক্রেতারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম

টানা বৃষ্টিতে বাড়তি সবজির দাম, ভোগান্তিতে ক্রেতারা

ছবি : সংগৃহীত

গত দুই দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। মাছ, মাংস ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও সব ধরনের সবজির দাম বেড়েছে আরও এক ধাপ। গত তিন মাস ধরে সবজির দাম বাড়তি থাকলেও এবার বৃষ্টিকে অজুহাত হিসেবে দেখিয়ে তা আরও বাড়ানো হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর রামপুরা, মালিবাগ, শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গোল বেগুন ও বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধন্দুল ৮০ টাকা, পটল ৭০ টাকা, শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শিম ২০০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা, লাউ ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা, গরুর মাংস ৭৮০–৮০০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরেই সবজির দাম বাড়তি। রামপুরা বাজারে আসা চাকরিজীবী শিহাবুল ইসলাম বলেন, “যেকোনো অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, মনিটরিংও চোখে পড়ে না।”

মালিবাগ বাজারের ক্রেতা রাজু আহমেদ বলেন, “বৃষ্টির অজুহাতে আজ আবার দাম বেড়েছে। কিন্তু গত তিন মাস ধরে তো এমনিতেই দাম বেশি ছিল। তাহলে তখন কী অজুহাত ছিল?”

সবজি বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়া এবং বৃষ্টিতে ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে, ফলে দাম বেড়েছে। শান্তিনগর বাজারের বিক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন, “বৃষ্টি আরও কয়েকদিন থাকলে দাম আরও বাড়তে পারে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন