Logo
Logo
×

অর্থনীতি

ব্যাংকগুলোয় শরিয়াহ প্রতিপালন পর্যবেক্ষণ জানুয়ারি থেকে

Icon

শামসুল আলম সেতু

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

ব্যাংকগুলোয় শরিয়াহ প্রতিপালন পর্যবেক্ষণ জানুয়ারি থেকে

ছবি-সংগৃহীত

ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে জারি করা বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপন আগামী জানুয়ারির প্রথম দিন থেকে কার্যকর হচ্ছে শরিয়াহ-সংক্রান্ত সদস্য নিয়োগ-অপসারণ ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে নতুন নীতিমালা ইসলামী ব্যাংকিং খাত স্বচ্ছ, জবাবদিহি ও শরিয়াহসম্মত অনুশীলন আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা বলছেন

শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ব্যাংকের নীতি, বিধি, ম্যানুয়াল, চুক্তি, পণ্য, সেবা ও প্রচারণা শরিয়াহসম্মত কি না, তা প্রত্যয়ন করা। লাভ-ক্ষতি ও বিনিয়োগ হিসাবায়ন প্রক্রিয়া তদারকি করা। যাকাত হিসাব ও বণ্টন, ক্বারজ তহবিলের উৎস ও ব্যবহার পর্যালোচনা করা। নতুন পণ্য চালুর আগে ফতোয়া বা ঘোষণা প্রদান করা।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায় ইসলামী ব্যাংকিং-এ যুক্ত ব্যাংকগুলোয় শরিয়াহ প্রতিপালন পর্যবেক্ষণ আরও জোরদার করা হচ্ছে। এ সংক্রান্ত তদারকির মূল দায়িত্ব পাচ্ছে শরিয়াহ কমিটি। ব্যাংকগুলোয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন বাধ্যতামূলক করে সে কমিটিতে ব্যাপক ক্ষমতাও দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কোথাও নন-কমপ্লায়েন্স শনাক্ত হলে সরাসরি হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কয়েকদিন আগে শরিয়াহ সুপারভাইজরি কমিটির গঠন, সদস্য নিয়োগ-অপসারণ ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা প্রকাশ করা হয়। শরিয়াহ-সংক্রান্ত বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। পরিচালনা পর্ষদ বা ব্যাংক ব্যবস্থাপনা কমিটি ওই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য থাকবে। নতুন এই নির্দেশনা ২০২৬ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন নীতিমালা ইসলামী ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও শরিয়াহসম্মত অনুশীলন আরও জোরদার করবে আশা প্রকাশ করে প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালে শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছিল। তবে তাতে সদস্য সংখ্যা, সম্মানী, মেয়াদ ও দায়িত্ব-কর্তব্যের বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল না। নতুন নীতিমালায় এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে ইসলামী আইন শাস্ত্রে অভিজ্ঞ, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

নতুন নিয়মে প্রতিটি ব্যাংকে একটি শরিয়াহ সচিবালয় গঠন বাধ্যতামূলক করা হয়েছে। সচিবালয় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সহায়কের ভূমিকা পালন করবেএর অধীনে থাকবে অভ্যন্তরীণ শরিয়াহ অডিট ও রিভিউ বিভাগ, শরিয়াহ কমপ্লায়েন্স বিভাগ এবং গবেষণা বিভাগ। সচিবালয় কমিটিকে সভার এজেন্ডা প্রস্তুত, কার্যবিবরণী সংরক্ষণ ও শরিয়াহ বিষয়ে মতামত প্রদানেও সহায়তা করবে।

প্রবিধি ও নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি ব্যাংকে শরিয়াহ সুপারভাইজরি কমিটিতে ৩ অথবা ৫ জন সদস্য থাকতে হবে। একজন সদস্য সর্বোচ্চ তিনটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হতে পারবেন। সদস্যদের সাধারণত ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে তারা সর্বোচ্চ ৬ বছর দায়িত্ব পালন করতে পারবেন। এর পর ২ বছরের বিরতি নিতে হবে। কমিটি সদস্যদের মাসিক সম্মানী নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা এবং প্রতিটি সভায় অংশগ্রহণের জন্য ভাতা ৮ হাজার টাকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন