সরকারি কোয়ার্টারে থাকা চাকরিজীবীরা আয়কর রিটার্নে বাসাভাড়া কিভাবে দেখাবেন?
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
সরকারি চাকরিজীবীরা যারা সরকারি কোয়ার্টারে থাকেন, তারা বেতনের সঙ্গে বাসাভাড়া ভাতাটি পান না। ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম বা আইবাস প্লাসপ্লাস থেকে পাওয়া বেতন বিবরণীতেও এই ভাতার কোনো টাকা দেখানো হয় না। ফলে আয়কর রিটার্ন দাখিলের সময় অনেক সরকারি কর্মচারী দ্বিধাগ্রস্ত হন, যে বাসাভাড়ার জায়গায় কী লিখবেন।
আয়কর রিটার্ন কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কোয়ার্টারে থাকা কর্মচারীরা আয়কর রিটার্নে ‘ইনকাম ডিটেইলস’ পেজের পার্টিকুলারস থেকে ‘হাউস রেন্ট অ্যালাউন্স’ ঘরটি ফাঁকা রাখবেন।
কারণ, তারা প্রকৃত অর্থে বাসাভাড়া পান না। একইভাবে, ‘এক্সপেন্ডিচার’ পেজের ‘অ্যাকোমোডেশন এক্সপেন্স’ ঘরটিও ফাঁকা রাখতে হবে। তবে ডান পাশে কমেন্ট বক্সে উল্লেখ করতে হবে যে তিনি সরকারি কোয়ার্টারে থাকেন।
এ বিষয়ে আয়কর কর্মকর্তারা আরো জানিয়েছেন, যেসকল সরকারি কর্মকর্তারা ভাড়া বাসায় থাকেন, তাদের অবশ্যই ‘হাউস রেন্ট অ্যালাউন্স’ ও ‘অ্যাকোমোডেশন এক্সপেন্স’ ঘর দুটি পূরণ করতে হবে।
রিটার্নে ভুল তথ্য প্রদান করলে পরে সমস্যার সৃষ্টি হতে পারে।



