Logo
Logo
×

অর্থনীতি

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ৫ হাজার কর্মকর্তা ছাঁটাই আতঙ্কে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ৫ হাজার কর্মকর্তা ছাঁটাই আতঙ্কে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের হাজারো কর্মকর্তা চাকরিচ্যুত হওয়ার আশঙ্কায় বিক্ষোভে নেমেছেন। অভিযোগ উঠেছে, ব্যাংক কর্তৃপক্ষ ‘স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট’ নামে একটি বৈষম্যমূলক পরীক্ষার আড়ালে প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

গত ২২ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক পরীক্ষার তারিখ ঘোষণা করে এবং অংশগ্রহণ বাধ্যতামূলক করে নোটিশ জারি করে। নতুন সূচি অনুযায়ী আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। নোটিশে বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ চাকরিতে বহাল থাকা ও পদোন্নতির পূর্বশর্ত। অনুপস্থিতদের আর সুযোগ দেওয়া হবে না।

এ পরিস্থিতিতে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যাংকের কর্মকর্তারা। কর্মসূচিতে অংশ নিতে ভোরে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা নগরে জড়ো হন। পরে প্রেসক্লাব থেকে লিচুবাগান পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারা পরীক্ষার বিরুদ্ধে স্লোগান দেন এবং হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য দেন কর্মকর্তা মোহাম্মদ ইস্কান্দার সুজন, এস এম এমদাদ হোসাইন, মোহাম্মদ ইকবাল, দিলরুবা আক্তার, শারমিন আক্তার ও নাসরিন জান্নাত প্রমুখ। তারা বলেন, আমরা সরকারি নিয়ম মেনে চাকরিতে যোগদান করেছি এবং যোগদানের পর নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ছাঁটাইয়ের উদ্দেশ্যে নতুন প্রহসনমূলক পরীক্ষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, আদালত এর আগে পরীক্ষা প্রক্রিয়া স্থগিত করে নিয়মিত প্রমোশনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই রায় অমান্য করে ব্যাংক কর্তৃপক্ষ আবারও পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে, যা সংবিধানের সমতা ও সমান কর্মসংস্থানের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

সভা থেকে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবির বিষয়ে ব্যবস্থা না নিলে তারা কঠোর আন্দোলনের পথে হাঁটবেন।

উল্লেখ্য, চাকরির নিরাপত্তা নিয়ে বর্তমানে বড় ধরনের অনিশ্চয়তায় রয়েছেন ইসলামী ব্যাংকের কয়েক হাজার কর্মকর্তা। পরীক্ষার আড়ালে ছাঁটাইয়ের অভিযোগে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন