ঘোষণার আগেই সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন-চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটারপ্রতি পাঁচ টাকা।
জানা গেছে, বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭২ টাকায়। আর সুপার পাম অয়েল লিটারে বিক্রি হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকা দরে। চার দিন আগেও প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকায় বিক্রি হয়েছে।
উল্লেখ্য,ব্যবসায়ীদের প্রস্তাবের পর সোমবার (২২ সেপ্টেম্বর) সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কত টাকা বাড়ানো হবে, তাদের সংগঠনের সঙ্গে বসে সপ্তাহখানেকের মধ্যে সেই দাম নির্ধারণ করার কথা জানানো হয়েছে।



