Logo
Logo
×

অর্থনীতি

‘স্বপ্ন’এখন আরও বড় পরিসরে বনশ্রীতে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

‘স্বপ্ন’এখন আরও বড় পরিসরে বনশ্রীতে

ছবি-যুগের চিন্তা

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ বনশ্রী এলাকার ডি ব্লকে এলো আরো বড় পরিসরে । বৃহস্পতিবার বিকেল ৪টায় (২৫ সেপ্টেম্বর, ২০২৫ ) স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন' -এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট নিয়ে বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। বনশ্রী এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

এটি স্বপ্ন'র ৭৩৩তম আউটলেট। নতুন আউটলেটের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার : ১৪/ক. ট্রপিক্যাল হোমস, মেইন রোড, ব্লক ডি, বনশ্রী, ঢাকা । যোগাযোগ : ০১৯০৬-৮৯৭৫৫৫ ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন