সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এল ২০৯ কোটি ৫০ লাখ ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৭০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৫৯০ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রেকর্ড ২৪৮ কোটি ডলার এসেছে জুলাইয়ে এবং আগস্টে এসেছে ২৪২ কোটি ডলার।
বাংলাদেশের রেমিট্যান্স আয় ২০২৪-২৫ অর্থবছরে নতুন উচ্চতায় পৌঁছায়। সে সময় আয় দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছর ২০২৩-২৪ সালের ২৩.৭৪ বিলিয়ন ডলারের তুলনায় ২৭ শতাংশ বেশি।



