বন্ড সুবিধার আড়ালে ৫ কোটি টাকার শুল্ক ফাঁকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ এএম
তৈরি পোশাক খাতে বন্ড সুবিধার অপব্যবহার কমছেই না। নিত্যনতুন কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এবার তালিকায় যুক্ত হয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মেসার্স নেত্রকোণা অ্যাকসেসরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকার শুল্ককর ফাঁকি দিয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেট।
সূত্র জানায়, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল রপ্তানিমুখী পণ্যে ব্যবহারের পরিবর্তে খোলাবাজারে বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বন্ড কমিশনারেটের প্রিভেন্টিভ টিম প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউসে অভিযান চালায়।
তদন্তে দেখা যায়, সর্বশেষ ২০ জুলাই ইস্যু করা ইউটিলাইজেশন পারমিটের আওতায় আমদানি করা কাঁচামালের বড় একটি অংশ উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে সরিয়ে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে **৬৬০ টন কাঁচামাল অপসারণের প্রমাণ** মেলে, যার শুল্কমূল্য দাঁড়ায় প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা।
প্রাথমিক অনুসন্ধানে কাঁচামালের হিসাব ও উৎপাদনের তথ্যের মধ্যে বড় ধরনের গরমিল ধরা পড়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় শিগগিরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



