Logo
Logo
×

অর্থনীতি

দুর্গাপূজার কেনাকাটায় ”বিশ্বরঙ” এ মূল্যছাড়

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

দুর্গাপূজার কেনাকাটায় ”বিশ্বরঙ” এ মূল্যছাড়

ছবি - সংগৃহীত+

বিশ্বরঙ সৃষ্টিশীল ভাবনায় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে পোশাকে তুলে ধরেছে সুনিপুন শৈলীতে প্রতিনিয়ত, সেই ধারাবাহিকতায় “বিশ্বরঙ দুর্গাপূজা ২০২৫” এ অনেক গুলো চিত্তাকর্ষক থিম নিয়ে কাজ করেছে

থিমগুলোর মধ্যে রয়েছে- শারদ, ঐতিহ্য, আল্পনা, উৎসব, মধুবনী, সোয়াস্তিকা, পুজামন্ডপ, যামিনী রায়, বিমূর্ত, কটকি মোটিফ, দেবীর বাহন হাতি এবং শান্তি। এ সবই পোশাক অলংকরনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে নান্দনিক রূপের গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে।

পরিবারের সবার টুকরো টুকরো চাওয়া পাওয়াকে শৈল্পিক আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে শাড়ী, পাঞ্জাবী, ধুতী, থ্রিপিস, ফতুয়া, শার্ট, ইত্যাদির মলিন সার্ফেসে। মায়ের সাথে মিলিয়ে করা হয়েছে মেয়ের পোশাক, বাবার সাথে ছেলের। আবার পরিবারের সবার পোশাকই করা হয়েছে ভালোবাসার মুগ্ধতায় একই ডিজাইনে একই রঙে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। বরাবরের মত মনমাতানো সব বাহারী ডিজাইনের কালেকশনই থাকছে “বিশ্বরঙ দুর্গাপূজা ২০২৫“ সংকলনে।

দুর্গাপূজার উৎসবকে আরো রঙিন করতে, সাধ ও সাধ্যের সমন্ময় ঘটাতে বিশ্বরঙ এর যে কোন শোরুম থেকে ছাত্ররা তাদের স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে কেনাকাটায় পাবে ১০% মূল্য ছাড়, বিশ্বরঙ এর মেম্বাররা পাবেন কেনাকাটায় ১৫% মূল্য ছাড়, রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে কেনাকাটায় পাবেন ২০% মূল্যছাড় এবং বিশ্বরঙ এর অনলাইন থেকে কেনাকাটায় থাকছে ১০% মূল্যছাড়। এছাড়াও বিভিন্ন ব্যাংক এর ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় নির্দ্দিষ্ট পরিমানে মূল্যছাড়তো থাকছেই।

তাই আপনার পূজার কেনা কাটায় আজই চলে আসুন আপনার নিকটবর্তী বিশ্বরঙ শোরুমে অথবা ভিজিট করুন আমাদের ই-কমার্স সাইট www.bishworang.com.bd ফেইজবুক পেইজ BISHWORANG এবং ইনষ্টাগ্রাম bishworang_official পোশাক সংক্রান্ত যেকোন তথ্য পেতে ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করুন।

দুর্গাপূজা ২০২৫“ সংকলনে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড়। আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক,জর্জেট, সিফন সহ ভিন্ন ভিন্ন বাহারি কাপড়তো থাকছেই। পোশাক গুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জল রং এর ব্যবহার করা হয়েছে, পাশাপাশি কাজের মাধ্যম হিসাবে এসেছে, টাই-ডাই, বøক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ইন্ডাষ্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন