ভারতের সরকারি গুদামে চাল-গমের রেকর্ড মজুত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
ভারতের সরকারি গুদামগুলোতে চাল ও গমের মজুত নতুন রেকর্ড ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত চালের মজুত দাঁড়িয়েছে ৪৮.২ মিলিয়ন মেট্রিক টনে, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। এটি জুলাই মাসের সরকারের লক্ষ্য (১৩.৫ মিলিয়ন টন) থেকে অনেক বেশি। একই সময়ে গমের মজুত বেড়ে ৩৩.৩ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে—চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং সরকারের লক্ষ্য ২৭.৬ মিলিয়ন টনের চেয়েও বেশি।
বিশ্লেষকেরা বলছেন, রেকর্ড পরিমাণ চাল ভারতের রপ্তানি বাড়াতে সহায়তা করবে। অন্যদিকে গমের পর্যাপ্ত মজুত থাকায় সরকার বছরের শেষের দিকে দাম নিয়ন্ত্রণে খোলা বাজারে বিক্রির সুযোগ পাবে।
নয়াদিল্লিভিত্তিক একটি আন্তর্জাতিক ট্রেডিং ফার্মের ডিলার বলেন, চালের রপ্তানি বাড়ছে। এ বছর ভারত রেকর্ড পরিমাণ চাল রপ্তানি করবে, তবে গত বছরের প্রাচুর্য ফসলের কারণে মজুত এখনো বেশি রয়ে গেছে।
বর্তমানে বিশ্ব চাল রপ্তানির ৪০ শতাংশ একাই নিয়ন্ত্রণ করে ভারত। গত মার্চে দেশটি চাল রপ্তানির সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়। তবে নতুন মৌসুমের ধান আগামী মাস থেকে বাজারে আসতে শুরু করলে সরকারি সংস্থাগুলোর জন্য গুদামে জায়গার সংকট দেখা দিতে পারে।
ভারতের রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আশা করছে, এ বছর চাল রপ্তানি গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়ে রেকর্ড ২২.৫ মিলিয়ন টনে পৌঁছাবে।
অন্যদিকে, গত তিন বছরে কম গম মজুত নিয়ে সরকার উদ্বিগ্ন থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। পর্যাপ্ত সরবরাহ থাকায় উৎসবের মৌসুমে (দাশেরা ও দীপাবলি) যখন গমের চাহিদা বাড়ে, তখন খোলা বাজারে ছাড় দিয়ে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।



