Logo
Logo
×

অর্থনীতি

ডিজিটাল লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব: গভর্নর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

ডিজিটাল লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব: গভর্নর

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে ডিজিটাল লেনদেনের পরিসর বাড়লেও ব্যাংকিং খাতে নগদ অর্থের চাহিদা প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। নগদ ব্যবস্থাপনায় সরকারের বিপুল ব্যয় হয়, তাই সবার জন্য অন্তর্ভুক্তিমূলক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে রিকশাচালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী—কেউ বাদ যাবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন গভর্নর।

তিনি বলেন, ডিজিটাল লেনদেন দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণে কার্যকর, পাশাপাশি স্বচ্ছতা ও সময় সাশ্রয় নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমায়।

ক্যাশলেস অর্থনীতির বিস্তারে বাংলাদেশ ব্যাংক কিউআর কোডভিত্তিক লেনদেন দ্রুত সম্প্রসারণে কাজ করছে। নগদ ব্যবহার কমিয়ে স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নে কিউআর কোড বাধ্যতামূলক করার প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গভর্নর আরও বলেন, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার নগদবিহীন অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে। এজন্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত লেনদেন ব্যবস্থা চালুর কাজ চলছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন