লন্ডনে আসছে ‘ডিজিটাল স্বর্ণ’, যুগান্তকারী রূপান্তরের পথে বিশ্ব স্বর্ণবাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণবাজার লন্ডনে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) প্রস্তাব করেছে, লন্ডনের ভল্টে সংরক্ষিত ফিজিক্যাল সোনার বারকে ভিত্তি করে চালু করা হবে নতুন ডিজিটাল টোকেন—‘পুলেড গোল্ড ইন্টারেস্ট (পিজিআই)’।
এই উদ্যোগের ফলে বিনিয়োগকারীরা প্রথমবারের মতো ৪০০ আউন্স ওজনের বড় সোনার বারকে ভগ্নাংশ আকারে কিনতে পারবেন, অর্থাৎ অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করেও সোনার মালিকানা অর্জন সম্ভব হবে।
ডব্লিউজিসির বাজার কাঠামো ও উদ্ভাবন বিভাগের প্রধান মাইক ওসউইন জানিয়েছেন, এই ডিজিটাল স্বর্ণ শুধু বিনিয়োগ নয়, জামানত হিসেবেও ব্যবহারযোগ্য হবে। এতে স্বর্ণবাজারে অংশগ্রহণ বাড়বে এবং ব্যবহার আরও বহুমুখী হবে।
বর্তমানে লন্ডনের স্বর্ণবাজারের পরিমাণ প্রায় ৯৩০ বিলিয়ন ডলার, যেখানে প্রতিদিন প্রায় ২ কোটি আউন্স স্বর্ণের লেনদেন হয়। এতদিন বাজারে দুটি পদ্ধতি চালু ছিল—অ্যালোকেটেড ও আনঅ্যালোকেটেড গোল্ড। আনঅ্যালোকেটেড পদ্ধতিতে বিনিয়োগকারীদের মালিকানা ঝুঁকির মুখে পড়ে, বিশেষ করে প্রতিষ্ঠান দেউলিয়া হলে।
নতুন ডিজিটাল টোকেন এই ঝুঁকি কমাবে, কারণ এতে ভল্টে থাকা সোনার আইনি মালিকানা নিশ্চিত করা হবে। ফলে সোনা নগদ অর্থ বা বন্ডের মতো সহজে জামানত হিসেবে ব্যবহার করা যাবে।
তবে এই উদ্যোগ নিয়ে মতভেদও রয়েছে। বিনিয়োগ প্রতিষ্ঠান এজে বেলের পরিচালক রাস মোল্ড মনে করেন, প্রকৃত স্বর্ণপ্রেমীরা ডিজিটাল স্বর্ণে আগ্রহী নাও হতে পারেন, কারণ তাদের কাছে সোনার বাস্তব অস্তিত্বই মূল আকর্ষণ।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তির এই সংযোজন ভবিষ্যতের স্বর্ণবাজারকে আরও স্বচ্ছ, সহজ ও বহুমাত্রিক করে তুলবে। লন্ডন থেকে শুরু হলেও, এই উদ্যোগ একসময় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাজারেও ছড়িয়ে পড়তে পারে।



