আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ঢাকায় ১০-১৩ সেপ্টেম্বর
শামসুল আলম সেতু
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন-সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম -ছবি যুগের চিন্তা
গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প-সংশ্লিষ্ট মেশিনারি,ইয়ার্ন ,ফেব্রিকস, একসেসরিজ ডাইস্টাফ, কেমিক্যালস ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শনে কনফারেন্স এ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস-সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী। এ উপলক্ষে একটি মঙ্গলবার সকালে ঢাকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বলা হয়েছে, ঢাকায় অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স’। ‘২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো। ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫-সামার এডিশন’ এবং ‘৪৮তম ডাই-ক্যাম বাংলাদেশ ২০২৫ আন্তর্জাতিক এক্সপো’। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই আয়োজনে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রী ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এর মেঘনা হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রদর্শনীর উদ্যোক্তারা। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এই প্রদর্শনীর আয়োজন করছে।
সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম জানান, ২৩ বছর ধারাবাহিকতায় ২৪ বারের ন্যায় রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
তিনি জানান, প্রদর্শনীগুলো ক্রেতা ও সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) মিটিং প্লেস। যেখানে ব্যবসার প্রসারে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা কাজ করতে পারবেন। অর্থ, শ্রম ও সময়ের সাশ্রয়ে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট ক্রেতা এবং সরবরাহকারীরা এক ছাদের নিচে একত্রিত হতে পারবেন। প্রদর্শনীতে বিদেশি ক্রেতা ও বিক্রেতাদের অংশগ্রহণ বাংলাদেশে পর্যটনের ক্ষেত্রেও ভিন্ন মাত্রা যুক্ত করবে।
প্রদর্শনীসমূহ বিদেশি ও দেশি সরবরাহকারী, ক্রেতা এবং বিক্রেতাদের সর্ববৃহৎ মিলনমেলা হওয়াতে বাংলাদেশ ব্যবসায়ীদের দেশের বাইরে গিয়ে ক্রেতা অনুসন্ধান বা ভিসা জটিলতা পোহাতে হবে না। বরং অর্থ- শ্রম ও সময়ের সাশ্রয়ে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট ক্রেতা এবং সরবরাহকারীরা এক ছাদের নিচে একত্রিত হতে পারবেন।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীগুলো প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। এবারের প্রদর্শনীগুলোয় ২ হাজার ২৪৫ এর বেশি বুথসহ ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫ টির বেশি কোম্পানি প্রতিনিধিত্ব করছে।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, সেমস-গ্লোবাল গ্রুপ সিইও এস.এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের ডিরেক্টর অভিষেক দাস।
প্রদর্শনী চলাকালে চারটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। একসেন্টেক পিএলসি- আজিয়াটা গ্রুপের সহ-আয়োজনে ১০ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে 5g ক্লাউড এন্ড বিয়ল্ড সেইপিং-এ সাসটেনেবল আরএমজি ইন্ডাস্ট্রি শীর্ষক সেমিনার। টেক্সটাইল today ম্যাগাজিনের সহ-আয়োজনে ১১ সেপ্টেম্বর বিকাল সোয়া চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউএস রিসিপ্রোকাল ট্যারিফ এন্ড ইটস আফটারম্যাথ শীর্ষক সেমিনার।
শান্তা মারিয়াম ইনভারসিটির সহ-আয়োজনে ১২ সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইন্টিগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টৃ বাংলাদেশের আরএমজি এন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি অপরসুনিটিস এন্ড চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার। একই দিনে ইকোভিয়া লিমিটেডের সহ-আয়োজনে বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ সার্কুলার ইকোনমি সলিউশন ফর দা টেক্সটাইল ভ্যালু চেইন শীর্ষক সেমিনার।



