Logo
Logo
×

অর্থনীতি

বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো:কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মো: আব্দুল আহাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো: সিরাজুল ইসলাম।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক আবু মো: মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মো: ইসমাইল, মো: মমিনুল হক, মো: নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো: হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো: গোলাম সাঈদ খান, মো: সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে, ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক উত্তরণের উপর গুত্বারোপ করেন। এ সময় তিনি খেলাপি আদায় কার্যক্রম জোরদার করা ও আইনিপ্রক্রিয়াকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।

ব্যবসায়িক সভায় ব্যাংকের অন্য কৌশলগত দিক সম্পর্কেও ম্যানেজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, বেসিক ব্যাংক ক্রমান্বয়ে উন্নতির পথে অগ্রসর হচ্ছে এবং এর তারল্য পরিস্থিতি স্থানীয় ও বৈদেশিক মুদ্রা উভয় ক্ষেত্রেই সুদৃঢ় রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন