বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম ঊর্ধ্বমুখী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৩,৪৭০.৬৯ ডলারে পৌঁছেছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,৫৪৩.৭০ ডলারে।
রুপার দামও এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো ৪০ ডলারের গণ্ডি পেরিয়েছে। স্পট রুপার দাম ১.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪০.৩১ ডলার, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।
বিশ্লেষকরা বলছেন, ফেডের সুদ কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়িয়েছে। সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানান, সান ফ্রান্সিসকো ফেড ব্যাংকের প্রেসিডেন্ট মেরি ডেলির ডোভিশ মন্তব্য এবং মার্কিন ব্যক্তিগত খরচের রিপোর্টের প্রভাব সামাল দেওয়ার কারণে সুদ কমানোর সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ শুল্ককে আদালত অবৈধ ঘোষণা করায় ডলারের ওপর চাপ বেড়েছে, যা স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসে ০.২ শতাংশ এবং বছরে ২.৬ শতাংশ বেড়েছে, যা পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, মাস শেষে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাবে বলে ৮৭ শতাংশ সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।
এদিকে, বিনিয়োগকারীদের নজর এখন শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিতব্য অ-খামার বেতন-বহির্ভূত তথ্যের দিকে, যা ফেডের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
বাণিজ্যিক খবরে জানা গেছে, আদালতের রায় সত্ত্বেও ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
অন্যদিকে, প্লাটিনামের দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৩৭৬.৯৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ বেড়ে হয়েছে ১,১১৮.১২ ডলার। বিশ্ববাজারে মূল্যবান ধাতুর এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।



