Logo
Logo
×

অর্থনীতি

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান অপারেশন অক্টোবরে শুরু: শেখ বশিরউদ্দিন

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:০৯ পিএম

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান অপারেশন অক্টোবরে শুরু: শেখ বশিরউদ্দিন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু হবে। সে লক্ষে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে টার্মিনাল ভবনের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথমে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজ সরেজমিন পরিদর্শনে যান। সেখানে প্রতিটি কাজ দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এসময় সাংবাদিকদের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। পরবর্তী পর্যায়ক্রমে আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা বাড়বে। আর আকর্ষণীয় মূল্যে যাত্রীদের টিকিট দেয়ার চেষ্টা করা হবে

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন