Logo
Logo
×

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

Icon

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫২ এএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

ফাইল ছবি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বুধবার (২৭ আগস্ট) দিনের শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে এ সময়ে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

এর আগে রবিবার গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন এবং বিপিএম৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ২ দশমিক ০২ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছিল ২৯ দশমিক ৫৩ বিলিয়ন (গ্রস) এবং ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে (বিপিএম৬)।

রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন, রপ্তানি আয়ে ইতিবাচক প্রবণতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তার কারণে জুন শেষে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে—যা ছিল গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিপিএম৬ অনুযায়ীও এ সময় রিজার্ভ বেড়ে দাঁড়ায় ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে।

২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল রিজার্ভ। তবে পরবর্তী সময়ে ধারাবাহিক পতনের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাই শেষে তা নেমে যায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অর্থপাচারে কঠোর নিয়ন্ত্রণ, হুন্ডি প্রবাহ কমে যাওয়া এবং বৈধপথে রেমিট্যান্স বাড়ায় পরিস্থিতি বদলাতে শুরু করে। এর ফলে ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা ডলারে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন