Logo
Logo
×

অর্থনীতি

টানা বৃষ্টিতে সরবরাহ কম, বাজারে সবজির দামে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:৫৯ এএম

টানা বৃষ্টিতে সরবরাহ কম, বাজারে সবজির দামে আগুন

ফাইল ফটো

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী হয়ে ক্রেতাদের নাকাল অবস্থায় ফেলেছে। ৮০–১০০ টাকার নিচে কোনো সবজি মিলছে না, কাঁচামরিচের দাম ছুঁয়েছে কেজিতে ২০০–৩২০ টাকা। শুক্রবার (২২ আগস্ট) সকালে রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রামপুরা বাজারে সবজি কিনতে আসা আলামিন বলেন, শেষ কবে এত দামে সবজি কিনেছি মনে করতে পারছি না। যা-ই চাই, ১০০ টাকার কমে নেই। মুনি আক্তার নামে আরেকজন ক্রেতা জানান, সীমিত আয়ের সংসারে সবজির চড়া দাম সামলানো কষ্টকর হয়ে পড়েছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও মৌসুমি উৎপাদন ঘাটতির কারণে সরবরাহ কমে গেছে, এ কারণেই দাম বেড়েছে। সবুজ হোসেন নামে এক বিক্রেতা জানান, অনেক ক্ষেত তলিয়ে যাওয়ায় বাজারে সবজির সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে।

বর্তমানে বাজারে আলু, কচু ও কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। ঢ্যাঁড়স, পটোলসহ গ্রীষ্মকালীন সবজি ৮০–১০০ টাকায়, আর বরবটি, বেগুন, উস্তা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ও কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০–১২০ টাকায়। চালকুমড়া মিলছে ৭০ টাকায়, লাউ ১০০ টাকায় আর মিষ্টি কুমড়ার ফালি কেজি ৪০ টাকায়।

সবজির সঙ্গে বেড়েছে ডিমের দামও। এক মাস আগেও যেখানে ডজনপ্রতি ১২০–১২৫ টাকা ছিল, এখন তা ১৫০–১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানে প্রতি হালি ডিম ৫০–৫২ টাকা। ডিম বিক্রেতারা বলছেন, সবজির দাম বাড়লে ডিমের চাহিদা বেড়ে যায়, পাশাপাশি বৃষ্টির কারণে সরবরাহেও বিঘ্ন ঘটছে।

এছাড়া, ব্রয়লার মুরগি কেজিতে ১৭০–১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ১০–২০ টাকা বেশি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০–৩২০ টাকায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন